ফের পরিবর্তিত রাজ চক্রবর্তীর ছবির নাম! এবার কি হলো জানেন?

পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবির নাম আরও একবার বদলাল। ছবির প্রথম লুক পোস্টার ট্যুইট করে একথা জানালেন পরিচালক নিজেই। ছবির নাম ‘ধর্মযুদ্ধ’। ‘পরিণীতা’-র পর রাজের এই ছবিতে আবারও জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী। এছাড়া স্বাতীলেখা সেনগুপ্ত, পার্নো মিত্র ও সোহমকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত।

উল্লেখ্য, ছবির ঘোষণার সময় রাজ জানিয়েছিলেন, নাম হবে ‘আম্মা’। পরে তা বদলে করা হয় ‘গর্ভধারিণী’। সেই নামও বদলে ফেলা হয়েছে। ছবির মুক্তি কবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি।