স্কুল প্রাক্তনীদের নতুন ফোরামের বর্ণময় যাত্রা শুরু

ইতিহাসের নতুন পাতা।

সরকারি সব স্কুলের প্রাক্তনী সংগঠনগুলির ফোরাম “আমরা প্রাক্তনী”র প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ইউনিভার্সিটি ইন্সটিটিউটের মঞ্চে। রবিবার সন্ধেয়।

মূল উদ্যোক্তা চারটি সংগঠন: টাকি বয়েজের টিব্যাক, টাকি গার্লস, হিন্দু, মিত্র ইনস্টিটিউশন মেন। সামিল আরও একাধিক।

বর্ষীয়ান ডাঃ আই এস রায় থেকে বহু প্রাক্তনী; এখনকার প্রধানশিক্ষক-শিক্ষিকারা উপস্থিত।
প্রতি প্রাক্তনীর তরফে অনুষ্ঠান পেশ। হিন্দুর আগমণীগান। মিত্রর অপূর্ব যন্ত্রসঙ্গীত। টিব্যাকের ডাঃ অশোক রায়ের চিরদিনের কথা ও সুর। টাকি গার্লসের গান, নাচ। শেষে মিত্রর নাটক: কাবুলিওয়ালা।

নতুন পরিচয়। আলাপ। বৃত্ত। প্রাক্তনীদের ফোরাম। বাংলা সরকারি স্কুলগুলোর সংস্কৃতি ও মূল্যবোধকে ধরে রাখতে প্রাক্তনীদের উদ্যোগ। সাধ্যমত স্কুলের পাশে দাঁড়ানো।

“আমরা প্রাক্তনী” প্রথম সন্ধেতেই প্রাণবন্ত।

Previous articleবৃষ্টিতে পণ্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-20 ম্যাচ
Next articleফের পরিবর্তিত রাজ চক্রবর্তীর ছবির নাম! এবার কি হলো জানেন?