বৃষ্টিতে পণ্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-20 ম্যাচ

বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টি-20 ম্যাচ। আগে থেকেই পূর্বাভাস ছিল। সেই মতো প্রবল বৃষ্টিতে ধরমশালার মাঠে বল গড়াতে আর পারল না। ফলে ভেস্তে গেল সিরিজের প্রথম টি-20 ম্যাচ। ফলে বাতিল ঘোষণা করা হল সিরিজের প্রথম টি-20 ম্যাচ।

রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাতটায়। তার আগে এদিন দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় ধরমশালায়। হাওয়া অফিস জানিয়েছিল, দিনভরই চলবে বৃষ্টি। সেই সম্ভাবনাই সত্যি হয়। বৃষ্টির কারণে প্রথমে পিছিয়ে যায় টসের সময়। কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। অবশেষে সন্ধে পৌনে আটটা নাগাদ আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের পর জানিয়ে দেন, এদিন আর খেলা সম্ভব নয়। ফলে তিন ম্যাচের সিরিজে প্রথমেই পয়েন্ট ভাগ করে নিতে হল ভারত ও দক্ষিণ আফ্রিকাকে।

Previous articleমোহনবাগানসমর্থক প্রতনুর জন্য অর্থসংগ্রহ শুরু
Next articleস্কুল প্রাক্তনীদের নতুন ফোরামের বর্ণময় যাত্রা শুরু