মোহনবাগানসমর্থক প্রতনুর জন্য অর্থসংগ্রহ শুরু

কল্যাণীতে মোহনবাগানের খেলা দেখতে যাওয়ার সময় ট্রেনে দুর্ঘটনায় গুরুতর জখম প্রতনু ওরফে সানি। মেডিকাতে চিকিৎসা চলছে। প্রবল খরচসাপেক্ষ সেই ধাক্কা সামলানোর ক্ষমতা পরিবারের নেই।

রবিবার সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর থিম সং উদ্বোধনের মঞ্চ থেকে সবাই মিলে কিছু সাহায্য সংগ্রহের চেষ্টা হল। কাছে বা দূরে থাকা বহু জায়গা থেকে এসে অনেকে সাহায্য দিলেন। বিকেল পর্যন্ত এক লক্ষের বেশি টাকা ছেলেটির মায়ের হাতে তুলে দেওয়া গেল। প্রক্রিয়া চলবে। অন্য চেষ্টাও হচ্ছে। ক্লাবও নিশ্চিতভাবে পাশে থাকবে। ছিলেন প্রদীপ ঘোষ, সজল ঘোষ, কুণাল ঘোষেরা। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাকা দেন।

কুণাল ও সজল বলেন,”প্রতনুকে বাঁচাতেই হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল যাই হোক, সব ক্লাবের এই সমর্থকরাই আসল ময়দানের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে।”

সভা থেকে প্রার্থনা, প্রতনুর পাশে থাকার অভিযান আরও ছড়িয়ে পড়ুক। প্রতনু সুস্থ হয়ে উঠুক।

 

Previous articleরেনবোকে হারিয়ে লিগের সেকেন্ড বয় মোহনবাগান
Next articleবৃষ্টিতে পণ্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-20 ম্যাচ