এবার ‘আচার্য’ কপিলদেব

হরিয়ানা ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হতে চলেছেন ‘হরিয়ানা হারিকেন’ কপিলদেব।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ এই ঘোষণা করেছেন। সোনিপথের রাইয়ে পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করছে হরিয়ানা সরকার। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির কাছে থেকে এখনও আসেনি। তবে বাকি সব কাজ শেষ। 1975 সালে হরিয়ানাতেই ক্রিকেটে অভিষেক হয়েছিল কপিলদেবের। পাঞ্জাবের বিরুদ্ধে 6 উইকেট নিয়ে 22 গজের জীবন শুরু করেন তিনি। সেদিন পাঞ্জাব আটকে গিয়েছিল 63 রানে।

হরিয়ানার এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় দেশের তিন নম্বর। বাকি দুটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় হলো গুজরাতের গান্ধীনগরের স্বর্ণিম গুজরাত, তামিলনাড়ুর চেন্নাইয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটি। মনিপুরের ইম্ফলে আরও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Previous articleরাজীবকে বাড়তি সময় দিয়েই সোমবারের অপেক্ষায় CBI
Next articleনবান্নে সিবিআই, হাতে 4 চিঠি