গারুলিয়া পুরসভায় অনাস্থা আনতে চলেছেন তৃণমূল। গতকাল খড়দহ গ্রামীন ব্লকে একটি সভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একথা জানান।কাঁকিনাড়ার মাদরাল সুভাষনগরে একটি অনুষ্ঠানে এসে তার উত্তরে নোওয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং বলেন এতে তার কোনো আপত্তি নেই পুলিশের ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করিয়েছেন 2 জন কাউন্সিলারদের।

সুনীল সিং আরও জানান, অনাস্থা এনে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করুক। যদি ওরা সংখ্যায় বেশি হয় আমি তক্ষনাৎ পদত্যাগ করবো।
