ভবানীপুরের কাছে আটকে পয়েন্ট নষ্ট করল আলেসান্দ্রোর ছেলেরা

*ইস্টবেঙ্গল – 2 (পিন্টু, পেরেজ)*

*ভবানীপুর- 2 (কামো, জগন্নাথ)*

ভবানীপুরের কাছে আটকে গিয়ে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। আলেসান্দ্রোর কাছে সুবর্ণ সুযোগ ছিল লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে আসার। কিন্তু সেই সুযোগ কার্যত হাতছাড়া করল মশাল বাহিনী। ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারল না ময়দানের এই অন্যতম প্রধান ক্লাব। ফলে 2-2 গোলে কল্যাণীতে ড্র হল ইস্টবেঙ্গল-ভবানীপুর ম্যাচ।

ম্যাচের বয়স যখন মাত্র 6 মিনিট, তখনই পিন্টু মাহাতোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। তারপর গোটা প্রথমার্ধটাই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল। খুব একটা সুবিধা করতে পারেনি শঙ্করলালের ছেলেরা।

তবে দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা সাবলীল দেখায় ভবানীপুরকে। প্রথমার্ধের তুলনায় অনেক বেশি আক্রমণেও উঠে আসছিলেন তাঁরা। ফলও মেলে ম্যাচের 58 মিনিটে। কামোর গোলে সমতা ফেরায় ভবানীপুর। পরক্ষণেই তৎপরতা বাড়ায় ইস্টবেঙ্গল। ম্যাচের 82 মিনিটে পেরেজের গোলে এগিয়ে যায় তাঁরা। কিন্তু, সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারল না লাল-হলুদ শিবির। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ফের সমতা ফেরান জগন্নাথ ওঁরাও। ফলে পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হল দুই দলকে।