স্বাধীনতা ফেরানোর দাবিতে ব্রিটেন, আমেরিকার সমর্থন চাইল হংকংয়ের প্রতিবাদীরা

এক দেশ দুই প্রশাসন নীতি থেকে সম্পূর্ণ সরে এসেছে চিন। হস্তান্তরের শর্ত ভেঙে প্রতি মুহূর্তে হংকংয়ের নাগরিকদের উপর খবরদারি চালাচ্ছে তারা। চিনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি তুলেছে হংকংয়ের প্রতিবাদীরা। এজন্য ব্রিটিশ সরকার ও ট্রাম্প প্রশাসনের সমর্থন চাওয়া হয়েছে। আন্দোলনকারীদের আর্জি, বাণিজ্যিক চুক্তিতে মানবাধিকারের শর্ত চাপিয়ে চিনের উপর চাপ বাড়াক মার্কিন যুক্তরাষ্ট্র। কেন তারা হংকং হস্তান্তরের শর্ত মানছে না তা নিয়ে চিনের উপর চাপ তৈরি করুক ব্রিটেনও।

হংকংয়ের প্রতিবাদীদের বক্তব্য, 1997 সালে ব্রিটেন যখন চিনের কাছে হংকং হস্তান্তর করে তখন এই শহরের স্বাধীনতা অটুট থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বেজিং প্রশাসন। কিন্তু পরে আর কথা রাখেনি চিন। এই অভিযোগে, চিনের আগ্রাসন নীতির প্রতিবাদে ব্রিটিশ কনস্যুলেটের সামনে একজোট প্রতিবাদীরা ব্রিটেনের জাতীয় পতাকা তুলে, ব্রিটিশ জাতীয় সঙ্গীত গেয়ে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পূর্ণ গণতন্ত্র ও স্বাধীনতা ফেরানোর দাবিতে লাগাতার চাপ চলবে বলে জানিয়ে দিয়েছেন ।

Previous articleজঙ্গি নিশানায় দেশে ব্যস্ত 11টা স্টেশন!
Next articleশিলিগুড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 14 টি দোকান