শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 14 টি দোকান

শিলিগুড়িতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই 14 টি দোকান। দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের সিলিন্ডার থাকার কারণে আগুন আরও ভয়াবহ হয়। ঠিক কী কারণে আগুন খতিয়ে দেখছে দমকল।