নবান্ন অভিযানের সংঘর্ষের ঘটনায় ধৃত 22 জন এস এফ আই ডিওয়াই এফ আই কর্মী জামিন পেলেন। এদের মধ্যে দুই ছাত্রী। আদালতচত্বরে ছিলেন সংগঠনের নেতা ও সমর্থকরা। তাঁরা শ্লোগান দেন,” জেল কা তালা টুট্ গয়া; হমারা কমরেড ছুট গয়া।” নেতৃত্বের কথায়, মিথ্যে মামলা দিয়ে এভাবে আটকে রাখতে পারল না পুলিশ।
