ভারতের কাছে হারতে হবে জেনেও ‘বেআক্কেল’ ইমরানের মুখে শুধু যুদ্ধের কথা

বালাকোটের থাপ্পড় খেয়েও লজ্জা নেই পাকিস্তানের। ঘরে- বাইরে চাপ সামলাতে ব্যর্থ ও নাস্তানাবুদ প্রধানমন্ত্রী ইমরান খান পাক সেনার শেখানো বুলিই আওড়ে চলেছেন। সেনার হাতের পুতুল ইমরানের সর্বশেষ মন্তব্যটি যথেষ্ট চাঞ্চল্যকর এবং একইসঙ্গে সমান দায়িত্বজ্ঞানহীন। একটি চ্যানেলের সাক্ষাৎকারে বেআক্কেলে ইমরান বলেছেন, ভারত ও পাকিস্তান দুটি দেশই পরমাণু শক্তিধর। এমন দুই দেশ যখন লড়ে এবং সেই লড়াই যখন সার্বিক হয়, তখন সম্ভাবনা থাকে পরমাণু যুদ্ধের। একথা বলে পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেও কূটনীতিকদের বক্তব্য, এটা আসলে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে চাপ তৈরির বার্তা। কারণ ভারতের সঙ্গে সম্মুখসমরে নামলে গোহারা হারতে হবে জেনেও গরম গরম বিবৃতি দিতে হচ্ছে ইমরানকে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে কোণঠাসা হবার পর পাকিস্তানেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে মুখ বাঁচাতে এবং কাশ্মীর ইস্যু জিইয়ে রাখতেই পাল্টা চাপের কৌশল নিতে হচ্ছে পাক প্রধানমন্ত্রীকে। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুকে জীবিত রাখতেই এবার ভারতের সঙ্গে সার্বিক যুদ্ধের জুজু দেখাতে চান ইমরান খান। যদিও পাক প্রধানমন্ত্রীর এই হুমকিকে গুরুত্ব না দিয়ে কূটনৈতিক স্তরে পাকিস্তানের প্ররোচনার মোকাবিলায় তৈরি ভারত।

Previous articleঐতিহাসিক মুহূর্ত! হিউস্টনের সভায় পাশাপাশি বক্তৃতা দেবেন মোদি ও ট্রাম্প
Next articleআইনি জটিলতায় ফাঁসতে চলেছে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি