ঐতিহাসিক মুহূর্ত! হিউস্টনের সভায় পাশাপাশি বক্তৃতা দেবেন মোদি ও ট্রাম্প

আমেরিকার হিউস্টনে নরেন্দ্র মোদির সভায় যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এমনই এক বিবৃতি জারি করে হোয়াইট হাউস।

এই খবর পাওয়ার পর টুই্যট করে মোদি বলেন, ‘এটা একটা বিশেষ সৌজন্য। হিউস্টনের ওই সভায় ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য উদগ্রীব হয়ে রয়েছি।”

22 সেপ্টেম্বর মার্কিন মুলুকের হিউস্টনে ‘হাউডি মোদি’ নামে এক সভার আয়োজন করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা। সেখানে যোগ দেবেন মোদি। আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পকেও। রবিবার রাতেই বিবৃতি জারি করে হোয়াইট হাউস জানিয়ে দেয়, মার্কিন প্রেসিডেন্ট মোদির সভায় আসবেন। ওই বিবিৃতিতে আরও বলা হয়, দুই নেতার সাক্ষাৎ ভারত ও আমেরিকার মানুষের মধ্যে একটা মজবুত বন্ধন গড়ে তুলতে সাহায্য করবে। শুধু তাই নয়, দু’দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককেও অনেক এগিয়ে নিয়ে যাবে।

Previous articleজমজমাট সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সং লঞ্চের অনুষ্ঠান
Next articleভারতের কাছে হারতে হবে জেনেও ‘বেআক্কেল’ ইমরানের মুখে শুধু যুদ্ধের কথা