জনসংযোগের নতুন পন্থা, জন্মদিনে উড়বে মোদির ছবি দেওয়া ঘুড়ি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে জনসংযোগের নতুন পন্থা নিচ্ছে বিজেপি । আগামী 17 সেপ্টেম্বর মোদির জন্মদিনে আকাশে উড়বে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি। এমনকি ঐদিন আমজনতাকে কমলাভোগ খাইয়ে মিষ্টিমুখ করানোর তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র এরাজ্যে নয়, সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। একদিকে বাংলা যখন মাতবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রংবেরঙের ঘুড়ি ওড়ানোয়, সেসময় মোদির ছবি দেওয়া ঘুড়ি বাড়তি নজর কাড়বে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। রবিবার দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজারের কাছে এলাকার প্রায় শপাঁচেক ছেলেদের হাতে মোদির ছবি দেওয়া ঘুড়ি তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রহুল সিনহা । তাতে লেখা ছিল চৌকিদার নরেন্দ্র মোদি। এছাড়াও মোদির জন্মদিনে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ এর মতো নানান কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব ।

Previous articleজম্মু-কাশ্মীর ভারতের অংশ, POK অধিকার ছেড়ে দিক পাকিস্তান : ব্রিটেন
Next articleবয়স মোটে 7 মাস, পেটে মিলল 700 গ্রামের টিউমার