Monday, August 25, 2025

ফের গোলাগুলি, কাশ্মীরে জঙ্গি ঢোকানোর অপচেষ্টাতেই সীমান্তে প্ররোচনা পাকিস্তানের

Date:

ভারতের সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় বারবার সঙ্ঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। সীমান্ত পেরিয়ে ঢুকে বিনা প্ররোচনায় গোলাগুলি চালানো হচ্ছে। ভারতীয় সেনাকে ক্রশ ফায়ারিং-এ ব্যস্ত রেখে সীমান্তের এপারে জঙ্গি অনুপ্রবেশ করানোই পাক সেনার উদ্দেশ্য। সম্প্রতি শ্রীনগরে 24 জন জঙ্গি ঢুকে পড়েছে বলে কাশ্মীর প্রশাসন সূত্রে খবর। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সাধারণ মানুষ, এমনকী বাচ্চাদেরও টার্গেট বানাচ্ছে পাক সেনারা। তাদের গোলাগুলি থেকে বাচ্চাদের কীভাবে উদ্ধার করছে ভারতীয় সেনা, সেই ছবির ভিডিও প্রকাশ্যে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, সারা বছর ধরে বিনা প্ররোচনায় 2050 বারের বেশি সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর ফলে মারা গিয়েছেন 21 জন ভারতীয়। পাকিস্তানের তরফে লাগাতার প্ররোচনা সত্ত্বেও শান্তির স্বার্থে ভারত সংযম দেখাচ্ছে বলে মন্তব্য করেন ভারতীয় মুখপাত্র।

এদিকে দুদিন আগে সাদা পতাকা তুলে সীমান্ত সঙ্ঘর্ষে নিহত দুই পাক সেনার দেহ নিয়ে পালাতে হয়েছিল পাক সেনাদের। ফের তারা সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারত সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোলাগুলি চালাচ্ছে। বালাকোট সীমান্ত এলাকায় একটি পাক মর্টার শেল উদ্ধার হয়েছে। প্রবল গোলাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সোমবার সকালে গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় সেনা। সবমিলিয়ে সীমান্ত এলাকার পরিস্থিতি চরম উত্তপ্ত।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version