Sunday, November 16, 2025

কোথায় আছেন রাজীব কুমার? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কাল, মঙ্গলবার, বারাসত কোর্টে করা তাঁর আগাম জামিনের শুনানি। কালকেই রায়দান, অথবা পরশু। এই ৪৮ ঘন্টা যেন দুই যুগ রাজীবের কাছে। জীবনে এমন পরিস্থিতির মধ্যে তাঁকে যে কোনওদিন পড়তে হবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি। অতীতে তিনি হুলিয়া জারি করতেন, অভিযুক্তরা কেউ ধরা দিতেন, কেউ এড়াতেন। নিজে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় পক্ষের মতো আচরণ করছেন। তাঁর মতো অভিজ্ঞ, পদস্থ, শিক্ষিত, বুদ্ধিমান, পুলিশি আইন ঠোঁটস্থ করে আসা আধিকারিক এমন আচরণ যে করতে পারেন, তা তাঁর ঘনিষ্ঠ কিছু সহকর্মী ভাবতেই পারছেন না। রাজীব তাঁর পার্ক স্ট্রিটের বাসভবনে নেই। অফিসে ছুটি নিয়েছেন। তাহলে রয়েছেন কোথায়? কোন আইনজ্ঞের পরামর্শে তিনি অফিসে ছুটিতে রয়েছেন, তাই দেখা করতে পারবেন না বলে মেইল পাঠাচ্ছেন? আজ তিনিই যদি তদন্তকারী হতেন, তাহলে একদিনের জন্য কাউকে রেয়াত করতেন? এমন উদাহরণও তো আছে, সংসদের অধিবেশন চলছে, অথচ তিনি সাংসদকে “আসতে হবেই” বলে ডেকে পাঠিয়েছেন। এমন এক সাংসদ, যাঁকে তদন্তকারী দল যখন ডেকেছে, তখন তিনি গিয়েছেন। তাহলে? আজ তিনি কী করছেন?

এডিজি (সিআইডি) পদটা রাজ্য পুলিশের শীর্ষ পদগুলির একটি। ফলে তিনি তো তদন্তকারীদের সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। আর তিনি কিনা সিবিআইয়ের নোটিশের পরেও নিরুদ্দেশ! আসলে টেবিলের এপার আর ওপারটায় যে বিস্তর ফারাক, সেটা বোধহয় অনেকে বোঝেননি। এতদিনে বুঝলেন রাজীব। তাই কলকাতাতেই ঘনিষ্ঠজনের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকার সময় রাজীব কুমার বুঝতে পারছেন, সিবিআই চরম পথই নিতে চলেছে। শেষ মুহূর্তে যদি প্রভাবশালীমহল মারফৎ কিছু ওলট-পালট না হয়, কিংবা কোর্ট অভাবনীয়ভাবে তাঁকে কিছুটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে না দেয় তবে এ সপ্তাহতেই হয়তো রাজীব কুমার জীবনে চরম ক্লাইমেক্সের মুখোমুখি হতে চলেছেন।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version