লাফিয়ে বাড়ছে বিরাটের আয়

বিরাট কোহলির বার্ষিক আয় ঠিক কত টাকা? যতদিন যাচ্ছে এই আয় লাফিয়ে বাড়ছে।

শুধু ক্রিকেট থেকে বিরাটের বার্ষিক আয় প্রায় 10 কোটি টাকা। এর বাইরে এন্ডোর্সমেন্ট থেকে তাঁর আয় কী হতে পারে তার একটা আভাস পাঠক পেতে পারেন। গত বছরই জার্মান স্পোর্টসওয়্যার পুমার সঙ্গে বিরাটের 100 কোটি টাকার চুক্তি হয়। পুমা বিরাটের জার্সি নম্বর 18 দিয়ে  ব্র্যান্ডিং শুরু করেছে। এ ছাড়া আরও 23 টি প্রোডাক্ট এন্ডোর্স করেন ভারত অধিনায়ক। এ বছরের জুন মাস পর্যন্ত বিরাটের আয় 174 কোটি টাকা ছাড়িয়েছে। বিজ্ঞাপন জগতের অনুমান, আগামী বছর এই আয় 300 কোটি টাকা ছাড়াবে। ফোবর্সের তালিকায় বার্ষিক আয়ে এখনও এক নম্বরে রয়েছেন লিওনেস মেসি। তাঁর আয় 922 কোটি টাকা।

Previous articleদলের ক্রিকেটারদের ডায়েট চার্ট বলে দিলেন পাক কোচ মিসবা-উল-হক
Next articleবারাসতের জেলা বিচারকের এজলাসে রাজীব-মামলার শুনানি আজই