দলের ক্রিকেটারদের ডায়েট চার্ট বলে দিলেন পাক কোচ মিসবা-উল-হক

সম্প্রতি পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন মিসবা-উল-হক। আর দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরেই দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া বার্তা দিলেন নয়া পাক কোচ। রীতিমতো ক্রিকেটারদের ফিটনেস নিয়ে তিনি কতটা চিন্তিত তা বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেক ক্রিকেটারের ডায়েট চার্ট কার্যত বলে দিলেন মিসবা।

আরও পড়ুন – আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে ভারত

তিনি বলেছেন, খেলা চলাকালীন বা খেলার আগে প্রস্তুতির সময় কোনও ক্রিকেটারদের বিরিয়ানি, চর্বিযুক্ত মাংস ও মিষ্টি খাওয়া চলবে না। খাদ্য তালিকায় রাখতে হবে বার্বিকিউয়ের বিভিন্ন পদ, পাস্তা ও ফল। এভাবেই পাকিস্তান দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সরব হলেন মিসবা-উল-হক।

প্রসঙ্গত, বিশ্বকাপে রীতিমত মুখ থুবরে পড়েছিল পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রাক্তন পাক কোচ মিকি আর্থারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। এখন দেখার এটাই যে, মিসবার এই নয়া পদক্ষেপ কতটা পাকিস্তান দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ভাল করে তোলে।

আরও পড়ুন – কলকাতা ম্যারাথনের মাথায় উঠল নতুন পালক

Previous article69 তম জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা মমতার
Next articleলাফিয়ে বাড়ছে বিরাটের আয়