Wednesday, July 9, 2025

কলকাতা ম্যারাথনের মাথায় উঠল নতুন পালক

Date:

Share post:

এই বছর টাটা স্টীল কলকাতা 25K-এর মাথায় উঠল নতুন পালক। কলকাতা ম্যারাথন বিশ্বের প্রথম ‘সিলভার লেভেল রোড রেস’ -এর স্বীকৃতি পেল। যা আগের বছর ছিল IAAF ব্রঞ্চ লেভেল রোড রেস। এই স্বীকৃতি এখন শুধু কলকাতা ম্যারাথনের মাথায়।

সোমবার এক পাঁচতারা হোটেলে শুভ সূচনা হল ষষ্ঠ টাটা স্টীল কলকাতা 25K কলকাতা ম্যারাথনের। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা টিএসকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই অনুষ্ঠানের শুভ সূচনা হল। তিনি স্বয়ং জানালেন এই বছর আগামী 15 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টীল কলকাতা 25K।

এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া সহ আরও অনেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ” কলকাতা ম্যারাথনের মতো রোড রেস এই শহরের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনা কড়ায় তিনি জানান, বিরাট কোহলি বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তাছাড়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তিনি জানান ভারতই ফেভারিট”।

অন্যদিকে, প্রোক্যাম ইন্টারন্যাশনালের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং জানান, “কলকাতা ম্যারাথন বিশ্বের প্রথম ‘সিলভার লেভেল রোড রেস’ -এর স্বীকৃতি পাওয়ায় তিনি খুবই উচ্ছ্বসিত। এই স্বীকৃতির জন্য তিনি সমস্ত কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন কলকাতা মানুষদের এত ভালবাসা ছাড়া এই স্বীকৃতি পাওয়া কোন ভাবেই সম্ভব ছিল না। তিনি এই ম্যারাথনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন”। তাহলে দুর্গাপুজোর মত এখন থেকেই আপনারা প্রহর গুনতে শুরু করুন 15 ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথনের জন্য।

spot_img

Related articles

সুবিচার করবেন: মুখ্যমন্ত্রীর ফোনে আশ্বস্ত সিদ্দিকুল্লা

রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লা জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট কথা হয়েছে তাঁদের।...

জ্যোতি-বিভক্ত বিজেপি: তথাগতর ‘শয়তান’, শমীকের শ্রদ্ধা

প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন ঘিরে বিজেপির অন্দরে বিভাজন স্পষ্ট। প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান জানান বিজেপির (BJP)...

দিলীপকে ঘিরে উদ্বেগ! তড়িঘড়ি দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের

বিকেলেই নবনির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে নিউটাউনের অফিসে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর...

৬৪তম প্রাক সুব্রত কাপ: উদ্বোধনে ব্রাত্য বসু

রাজ্য পর্যায়ের ৬৪তম আন্তঃবিদ্যালয় প্রাক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।...