রাজীব কুমারের আগাম জামিনের শুনানি আজই, তৈরি দু’পক্ষ

‘ফেরার’ থাকা পুলিশকর্তা রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানি হতে চলেছে আজ, মঙ্গলবারই। রাজীব-শিবিরের আইনজীবীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বারাসত কোর্টে। তবে কৌশলগত কারনে রাজীবের আগাম জামিনের আর্জি একইসঙ্গে বারাসতের বিশেষ আদালত এবং জেলা বিচারকের এজলাশে করা হয়েছে। যেহেতু বারাসতের বিশেষ আদালতের আগাম জামিনের আর্জি শোনার এক্তিয়ার নেই, তাই একইসঙ্গে জেলা বিচারকের কাছেও আবেদন করা হয়েছে। বারাসতের বিশেষ আদালতে প্রথমে সওয়াল করবেন রাজীবের আইনজীবীরা। সেখানে আবেদন খারিজ হলে চলে যাবেন জেলা বিচারকের এজলাশে।

ওদিকে এই আর্জির বিরোধিতা করার জন্য নথিপত্র নিয়ে তৈরি CBI-আইনজীবীরাও। একাধিক CBI আধিকারিকও আদালতে আছেন। আগাম জামিনের আর্জি জানাতে যেহেতু আবেদনকারীর হাজির থাকা বাধ্যতামূলক নয়, তাই যথারীতি গরহাজির রাজীব কুমার।