পুজোয় এবার 100 টাকার টিকিটে বাসে চড়ে সারাদিন ঠাকুর দেখা যাবে

100 টাকার টিকিট কাটলে এবার সারা দিনই সরকারি বাসে চড়ে প্রতিমা দর্শন করা যাবে। চড়তে পারবেন সরকারি লঞ্চেও। চতুর্থী থেকেই এই পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। চলবে নবমীর রাত পর্যন্ত। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি রাজ্যের তিন পরিবহণ নিগমের পুজো পরিক্রমা কর্মসূচি প্রকাশ করে এই খবর জানান। শুভেন্দু জানিয়েছেন, পুজোয় যাতে সাধারণ মনুষের কোনও সমস্যা না হয় সেজন্য এ বার শহর জুড়ে 1600 সরকারি বাস নামানো হচ্ছে। বাড়ানো হচ্ছে নাইট সার্ভিসও।