রাতের অন্ধকারে আনাগোনা, ত্রস্ত গ্রামবাসী

আরামবাগে চাঁদুর এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ। অতিরিক্ত বালি বোঝাই গাড়ি বেপরোয়াভাবে চলাচল করায় এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোমবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের অভিযোগ, রাতে অতিরিক্ত গাড়ি চালাচলে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে অতিরিক্ত ভারী গাড়ি চলায়, রাস্তায় বেরোতে পারছে না শিশুরা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ এসডিপিও নির্মলকুমার দাস ও আইসি পার্থসারথি হালদার। বিক্ষোভকারীদের দাবি মেনে, নির্মলকুমার দাসের নেতৃত্বে অবৈধ খাদানে চলে অভিযান চালিয়ে আটক হয় 3 টি ট্রাক্টর। এরপরই অবরোধ উঠে যায়। আটক গাড়িগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন – মিষ্টিতে ‘দিদিকে বলো’

Previous articleপ্রায় আড়াই বছর পরে মোদি-মমতার একান্ত কথা বুধবার দিল্লিতে
Next articleরাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার ঘুটিয়ারি শরিফে