Sunday, August 24, 2025

এক ভাষা এক দেশের পর স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুললেন বহুদলীয় ব্যবস্থা নিয়ে। তাঁর প্রশ্ন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষের মনে প্রশ্ন, এই ব্যবস্থা দেশের আমজনতার আশা-আকাঙখা কি আদৌ পূর্ণ করতে পেরেছে? বাস্তবে তাঁরা আশাহত। অমিতের লক্ষ্য ছিল মূলত ইউপিএ সরকার। দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে এ বক্তব্য রেখে ফের বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। বিরোধীদের বক্তব্য, এটা আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয়।

কেন এ কথা বলছেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে অমিত মঙ্গলবার বলেন, 130 কোটির দেশকে এক সূত্রে বাঁধতে প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, সঠিক পরিকল্পনা, আর স্বচ্ছ্ব দৃষ্টিভঙ্গি। স্বভাবতই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে এক হাত নিয়ে কংগ্রেস বলেছে, আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে বিজেপি। বিরোধী মতকে গিলোটিনে চড়াতে চাইছে। এনডিএ বিভিন্ন দল নিয়ে রাজ্যে রাজ্যে সরকার গড়ে এখন উল্টো কথা বলছে। নীতীশ কুমার, প্রকাশ সিং বাদল, উদ্ধব ঠাকরে এই মন্তব্যের জবাব দেবেন। আসলে সঙ্ঘের এক দেশ, এক ভাষা, এক দলের কর্মসূচিকেই সামনে আনতে চাইছে সরকার।

বিরোধীদের বক্তব্য, আঞ্চলিক দলগুলির নেতৃত্ব এমনিতেই সঙ্কটে। আর এই সময়েই আঘাত করতে চাইছে বিজেপি। সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমাদের সংবিধানের আদর্শকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে এসব মন্তব্য করে বিজেপি জল মাপতে চাইছে। কারন তারা বুঝেছে, কাশ্মীরের মতো আইন করে সমস্যা সমাধান করা সম্ভব নয়।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version