বেনজির সমস্যা। প্রথম দু’টি কোর্টের এক্তিয়ার নেই। তৃতীয় কোর্টের কাছে নথি নেই। ফলে বিবদমান দু’পক্ষই ফেঁসে গিয়েছে একই জালে।

সারদা-মামলার যাবতীয় নথি বারাসত থেকে আলিপুর আসতে কতদিন সময় লাগবে, কেউই সঠিক বলতে পারছেনা। ফলে ধরে নেওয়া যায়, শুক্রবার পর্যন্ত তো ফেরার পুলিশকর্তা রাজীব কুমারকে ঝুলেই থাকতে হচ্ছে। শুধু রাজীবই নয়, একইসঙ্গে CBI-এর অবস্থানও এক্ষেত্রে রাজীবের মতই। কারন, CBI আলিপুর কোর্টেই রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছে। এই আবেদনের শুনানিও নথির অভাবে হতে পারছেনা।
সূত্রের খবর, বুধবার রাতেও আলিপুর কোর্টে এখনও মামলার নথি এসে পৌঁছয়নি। নথি আসবে বারাসতের বিশেষ আদালত থেকে। শোনা যাচ্ছে বৃহস্পতিবারও এই নথি আলিপুরে আসা অনিশ্চিত। সারদা মামলার বিপুল সংখ্যক নথিপত্র ও তথ্যপ্রমাণ সতর্কতার সঙ্গে স্থানান্তর করা যথেষ্টই সময়সাপেক্ষ। আদালতের খবর, দ্রুত হাত লাগালে বৃহস্পতিবার বিকেল-সন্ধ্যা নাগাদ স্থানান্তর হতে পারে। সেক্ষেত্রে শুক্রবারের আগে সারদা-সংক্রান্ত মামলার শুনানি হওয়া সম্ভব নয়। ফলে আরও 48 ঘন্টা হয়তো রাজীব বনাম CBI নাটক চলবে। চলবে রাজীবের খোঁজে CBI-এর ফলশূন্য নড়াচড়াও।