ধরমশালায় বৃষ্টির জন্য প্রথম টি-20 ম্যাচ ভেস্তে গেলেও মোহালিতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নেমেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দীপক চাহারের বলে প্রোটিয়া দলের প্রথম ওপেনার হেনড্রিক মাত্র 6 রান করে ফিরে গেলেও অপর ওপেনার তথা প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি ককের অর্ধশতরান (52) ডুপ্লেসিদের ভরসা দিয়েছিল।

এছাড়াও টিমবা বাভুমার 49 রান দক্ষিণ আফ্রিকাকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করেছিল। কিন্তু একশোর গণ্ডি পেরলেও দেড়শোর গণ্ডি পেরোতে পারল না প্রোটিয়া শিবির। দীপক চাহারের দুরন্ত বোলিং দাপটে আটকে গেল প্রোটিয়া ঝড়। তাঁর দুই উইকেট কার্যত দেড়শোর গন্ডি পেরোনো থেকে আটকে দিল দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 149 রান করেছে প্রোটিয়া দল। ভারতের লক্ষ্যমাত্রা 150। এখন তা বিরাটরা অতিক্রম করতে পারেন কিনা, সেটাই দেখার।
