জল অপচয় রুখতে বিশেষ উদ্যোগ পুরসভার

ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। জল অপচয়ই মহানগরের জলসঙ্কটের মূকারণ বলে মত কেএমসি-র। কলকাতার রাস্তায় পানীয় জলের ১৮ হাজার কল আছে। জল নেওয়ার পরে বেশিরভাগ সময়ই কল বন্ধ করা হয় না। ইতিমধ্যেই অনেক জায়গাতেই কলে স্টপকক লাগানো হয়েছে। জল বাঁচাতে এবার পরীক্ষামূলকভাবে কাশীপুর–লাগোয়া ৬টি ওয়ার্ডে মিটার বসানো হল। তবে, এর জন্য কোনও কর দিতে হচ্ছে না। যতটা জল দেওয়া হচ্ছে, তার মধ্যে কতটা অপচয় হচ্ছে, তার হিসেব রাখছে পুরসভা। প্রকল্পের দায়িত্বে কেআইইপি। এলাকায় প্রায় ১৮ লক্ষ গ্যালন জল খরচ হয়। মিটার বসানোর পর সেই খরচের একটা হিসেব মিলছে। কয়েকটি জায়গায় জল খরচের পরিমাণ ২০০–২৫০ লিটারে নামানো সম্ভব হয়েছে বলে দাবি পুরসভার।

আরও পড়ুন – ট্রেনের কামরায় বিশ্বকর্মা

Previous articleশিয়ালদহে 2.8 লক্ষ টাকার জালনোট-সহ ধৃত 1
Next articleঅ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পরেই অসুস্থ 15, আতঙ্ক ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে