Tuesday, December 16, 2025

চাপ বাড়াতে রাজীব ও DG-র দেওয়া তথ্য যাচাই করতে নামছে CBI

Date:

রাজীব কুমার এবং রাজ্য সরকারের দেওয়া তথ্য CBI যাচাই করতে চাইছে। তথ্য সঠিক না হলে CBI আদালতে তা জানানোর পরিকল্পনা নিয়েছে। রাজীব এবং নবান্নের দেওয়া তথ্য সত্যি প্রমানিত না হলে, আইনি লড়াইয়ে বাড়তি সুবিধা মিলবে মনেই মনে করছেন CBI-আধিকারিকরা।

রাজীব কুমার ই-মেলের মাধ্যমে CBI-কে জানিয়েছেন, তিনি ছুটিতে আছেন। ADG-CID পদমর্যাদার কোনও অফিসার ছুটি নিলেও ছুটি থাকাকালীন নিজের অবস্থান প্রশাসনকে জানাতে হয়। ছুটির জন্য রাজীব কুমার নবান্নে যে আবেদন করেছেন সেখানে ছুটিতে থাকার সময় তাঁর অবস্থান হিসেবে 34 নম্বর পার্কস্ট্রিটকেই দেখিয়েছেন।
ওদিকে CBI রাজ্যের DG-কে রাজীব কুমারের খোঁজ চেয়ে যে চিঠি দিয়েছিলো, তার উত্তরে DG-ও রাজীবের অবস্থান হিসেবে এই একই ঠিকানার কথা উল্লেখ করেছেন।

CBI এবার নিজেরাই খতিয়ে দেখতে চাইছে নবান্নকে নিজের যে ঠিকানা রাজীব দিয়েছেন এবং DG যে ঠিকানা রাজীবের অবস্থান হিসেবে CBI -কে জানিয়েছেন, তা ঠিক, না ভুল।

উল্লেখিত ঠিকানায় অর্থাৎ 34 পার্ক স্ট্রিটে রাজীব কুমার আছেন কি’না তা CBI সরেজমিনে দেখবে। যদি রাজীব থাকেন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে CBI হেফাজতে নেবে। আর যদি ওই ঠিকানায় রাজীবকে পাওয়া না যায়, তাহলে নবান্নকে রাজীব কুমার অসত্য কথা বলেছেন প্রমান হবে। আবার DG যে ঠিকানা CBI-কে দিয়েছে, সেখানে ওই পুলিশকর্তাকে না পাওয়া গেলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে CBI-কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনবে। একইসঙ্গে একইভাবে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হবে DG-র বিরুদ্ধেও।

ওদিকে শেষ খবর, রাজীবকে ধরতে CBI-এর বিশেষ দল রাজীব কুমারের বাড়ির দিকে গিয়েছে।
CBI দেখে নিতে চাইছে রাজীব-ইস্যুতে নবান্ন ঠিক কী ভাবছে ! রাজীবকে CBI-এর হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারই বা ঠিক কী চাইছে। কেনই বা DG অসত্য তথ্য জানিয়েছে CBI-কে। 34 পার্ক স্ট্রিটে হানা দিয়ে, তাই CBI এক ঢিলে অনেক পাখি মারতে চাইছে।

আরও পড়ুন-উলট পুরাণ, এক দেশ এক ভাষার বিরোধিতায় ছাত্রফ্রন্ট

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version