পুজোর আগে কর্মীদের জন্য সুখবর শোনালো রেল

উৎসবের মরশুমে সুখবর। বুধবার রেলকর্মীদের জন্য 78 দিনের উৎপাদনভিত্তিক বোনাস ঘোষণা করল কেন্দ্র। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন প্রকাশ জাভরেকর ও নির্মলা সীতারামন।

তাঁরা জানান, রেলকর্মীরা 78 দিনের বোনাস পাবেন। জাভরেকর বলেন, রেলের কর্মীদের জন্য 78 দিনের বোনাসে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি 78 দিনের বেতনের সমান।

এই নিয়ে টানা ছ’বছর রেলকর্মীদের উৎপাদনভিত্তিক বোনাস দেওয়ার কথা ঘোষণা হল। জাভরেকর আরও জানিয়েছেন, এর ফলে দেশের 11 লক্ষ রেলকর্মী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের খরচ হবে 2 হাজার 24 কোটি টাকা।

আরও পড়ুন-চাপ বাড়াতে রাজীব ও DG-র দেওয়া তথ্য যাচাই করতে নামছে CBI