Tuesday, November 11, 2025

চব্বিশ বছর আগের মামলায় মেধা পাটেকরকে গ্রেফতার দিল্লি পুলিশের

Date:

প্রায় দু যুগ আগের এক মানহানির মামলায় এবার সমাজকর্মী মেধা পাটেকরকে (Indian Social Activist Medha Patkar) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উপ-রাজ্যপালের মানহানির দায়ে গ্রেফতার হয়েছেন পরিবেশকর্মী। পাশাপাশি মেধাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। প্রভিশন বন্ড জমা না দেওয়ার কারণে বুধবারই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই নির্দেশেই শুক্রবার দিল্লি পুলিশ সমাজকর্মীকে গ্রেফতার করে আদালতে পেশ করে।

আজ থেকে প্রায় বছর ২৪ আগে গুজরাটে নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে বিজ্ঞাপন প্রকাশের জন্য দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার (Vinay Kumar Saxena) বিরুদ্ধে মামলা করেছিলেন মেধা। ২০০১ সালে জানুয়ারিতে সমাজকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাক্সেনা। ২০০০ সালে বিনয় কুমার আমেদাবাদ ভিত্তিক এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজের (NCCL ) প্রধান ছিলেন। একটি টিভি চ্যানেলে তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি হাওয়ালা লেনদেনা সাক্সেনার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন মেধা। সমাজকর্মীর এই মন্তব্যের বিরোধিতা করে মেধার ‘মিথ্যে’ দাবিতে তাঁর সম্মানহানি হয়েছে বলে আদালতের দ্বারস্থ হন দিল্লির উপ রাজ্যপাল। গত বছরের জুলাইতে লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে রায় দেয় দিল্লির সাকেট আদালত। এরপর পাঁচ মাসের জেল হেফাজতের পাশাপাশি দশ লক্ষ টাকা জরিমানা করা হয় মেধার। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আদালতের শর্ত না মানার অভিযোগে ২৩ এপ্রিল মেধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা জজ বিশাল সিং। অবশেষে আজ শুক্রবার বিশিষ্ট সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version