কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারে রাজীব কুমারের সন্ধান পেতে এবার আলিপুর আইপিএস কোয়ার্টারে অভিযান চালালো সিবিআই। বৃহস্পতিবার সকালে আলিপুর এসিজেএম আদালতে যান দুপক্ষের আইনজীবীরা। কোর্ট রুমে যখন শুনানির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আদালত চত্বর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আইপিএস কোয়াটারে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে রাজীব কুমারের সম্পর্কে তারা সন্ধান চালায় বলে সিবিআই সূত্রের খবর। তবে, কীভাবে কোনও পরোয়ানা ছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আবাসনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করা যাবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন-আলিপুর কোর্টে সিবিআই আইনজীবী, তবে এখনও আসেনি নথি
