কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিগৃহীত হন। এবিভিপির এক অনুষ্ঠানে গিয়ে যাদবপুরের নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরোধিতার মুখে পড়েন বাবুল সুপ্রিয়। মন্ত্রী কে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাবুলকে আধাসেনা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের করে আনার চেষ্টা হয়। বাবুল সুপ্রিয় বেরিয়ে আসতে পারলেও আটকে পড়েন উপাচার্য। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল এর পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যাওয়ার সিদ্ধান্ত নেন জগদীপ ধনকর। রাজ্যে্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল রাজভবন।
