মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারের পুজোয় আর VIP কার্ড বলে কিছু করছে না পুজো কমিটিগুলো। তবে
প্রবীণ নাগরিক, বিশেষ ভাবে সক্ষম ও বিশিষ্টদের জন্য এ বছর থাকছে বিশেষ ‘ইনভাইটি কার্ড’।
পুজোর VIP পাস এবার বদলে যাচ্ছে ইনভাইটি কার্ডে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছিলো, এবার তাহলে প্রবীণ নাগরিক বা বিশেষ ভাবে সক্ষমরা কি ঠাকুর দেখবে না? মাথা খাটিয়ে বিকল্প রাস্তা বের করেছে পুজো কমিটিগুলো। ঠিক করেছে, ওদের দেওয়া হবে ইনভাইটি কার্ড।
