অটোতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কারণ, মুম্বইয়ের ট্রাফিক জ্যাম। তাই গাড়ি আর সিকিউরিটি ছেড়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছতে চেপে বসলেব অটোতে। ট্র্যাফিক জ্যামে ব্যতিব্যস্ত হয়েও বাবুল অটোতে মনের সুখে গান ধরলেন ‘ মেরি রিকশা সবসে নিরালি।’ শুধু তাই নয়, নস্টালজিক বাবুল স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, গায়ক হতে কলকাতা থেকে মুম্বই এসে অটোয় চেপে ছিল তাঁর প্রথম যাত্রা। সেটা ছিল 1992 সাল। ট্যুইটারে অটো যাত্রার ভিডিও দিয়ে তিনি বলেন, মুম্বইতে রিকশা মানেই ফানটাসটিক।

আরও পড়ুন-হলুদ গোলাপ ছাড়াও প্রধানমন্ত্রীকে আরও দুটি উপহার দিলেন মুখ্যমন্ত্রী
