পুজোর চার দিন বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা

পুজোর চার দিন মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, চতুর্থী থেকে ষষ্ঠী সকাল 8টা থেকে রাত 11টা 10 পর্যন্ত মেট্রো চলবে। এই তিন দিন রোজ 284টি করে ট্রেন চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে পরিষেবা শুরু হবে দুপুর 1 টা করা হয়েছে, চলবে ভোর 4টে পর্যন্ত। দশমীর দিন মেট্রো পাওয়া যাবে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। ওই দিন 132টি ট্রেন চালানো হবে।

পুজোর পরে একাদশী থেকে চতুর্দশী পর্যন্ত মেট্রোর সংখ্যা অবশ্য কম থাকছে। ওই ক’দিন সকাল 6টা 45 মিনিট থেকে রাত 9টা 55 মিনিটের মধ্যে দিনে 118টি করে ট্রেন চালানো হবে। আগামী 13 অক্টোবর, লক্ষ্মীপুজোর দিন 132টি ট্রেন চলবে।

আরও পড়ুন-জল সংকট নিয়ে বার্তা দিতে কাশি বোস লেনের পুজোর থিম ‘অস্তিত্ব’