জট খুলছে? 27 সেপ্টেম্বর মুক্তি “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত”র

“রাজলক্ষ্মী ও শ্রীকান্ত” ছবির জট খুলছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েক বছরের অপেক্ষার পর প্রদীপ্ত ভট্টাচার্য এমনিই আর এক গল্পের ইন্দ্রজাল নিয়ে আসছেন বাংলা ছবির দর্শকের কাছে। আগামী 27 অক্টোবর মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি রাজলক্ষী ও শ্রীকান্ত। ছবির ট্রেলর রিলিজ করেছে বেশ কিছুদিন হলো, এবং ট্রেলর দেখে বারবার করেই মনে হয় ডিরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্য আবারো প্রস্তুত এক আশ্চর্য কাহিনী দর্শক সমক্ষে তুলে ধরতে। শ্রীকান্ত-র বিভিন্ন চরিত্রদের নিয়ে তৈরী এই ছবির কাহিনী, অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অপরাজিতা ঘোষ।

আরও পড়ুন-সামাজিক টানাপোড়েনের গল্প বলবে টলিউডের নতুন জুটি