দিনভর টানাপোড়েনের পর আলিপুর এসিজেএম আদালত রায় দিল:
1) রাজীবকুমারকে গ্রেপ্তার করার কোনো বাধা নেই।
2) এর জন্য কোনো ওয়ারেন্ট জারির প্রয়োজনও নেই।
3) সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এ বিষয়ে যা বলেছেন, তা বহাল।
4) রাজ্য সরকারের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না, রাজীবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে সরাসরি গ্রেপ্তারিতে বাধা নেই।
5) সিবিআই আইন মেনে পদক্ষেপ নিলে কোনো সমস্যা নেই।
