Sunday, November 16, 2025

রাজীব “অন্তর্ধান” রহস্য: নবান্নে চাপ বাড়িয়ে একাধিক ফোন নম্বরের হদিশ পেতে চাইছে সিবিআই

Date:

ADG CID আইপিএস রাজীব কুমার খুব দক্ষ অফিসার এবং প্রযুক্তিতে পারদর্শী। তাই রাজীবের সঙ্গে পাল্লা দিতে এবং তাঁকে নাগালে পেতে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম তৈরি করেছে সিবিআই। কার্যত “ফেরার” রাজীব কুমারকে সবদিক থেকে ঘিরে ফেলতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

একইসঙ্গে রাজীব কুমার কী কারণে একাধিক ফোন নম্বর ব্যবহার করতেন, তা নিয়েও খোঁজখবর চালাচ্ছে সিবিআই।
এক্ষেত্রে তদন্তের আওতায় এসেছে রাজীবের একাধিক মোবাইল নম্বর। সরকারিভাবে অফিসারদের একটি মোবাইল নম্বর থাকে। যার খরচ দেয় প্রশাসন। এরজন্য অর্থ দফতর থেকে প্রয়োজনীয় অনুমতিও নিতে হয়। এই নম্বর সরকারিভাবে বিভিন্ন জায়গায় নথিভুক্ত থাকে। ফলে ওই নম্বরেই যোগাযোগ করেন প্রশাসনের আধিকারিকরা।

তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাজীবের একাধিক নম্বর প্রশাসনের অনেকেই নাকি জানতেন। তাঁরা ওইসব নম্বরে মাঝেমধ্যে ফোনও করতেন বলে খবর রয়েছে সিবিআইয়ের কাছে। অথচ প্রশাসনের কাছে যখন তাঁর মোবাইল নম্বরের বিষয়ে জানতে চাওয়া হয়, তখন একটি নম্বরের কথাই বলা হয়। এবং সেটি যে বন্ধ, সেকথাও জানানো হয়। অথচ তিনি যে একাধিক নম্বর ব্যবহার করেন, তা প্রশাসনের শীর্ষকর্তাদের অনেকেই জানতেন। যা খাতায়কলমে নথিভুক্ত ছিল বলে জেনেছে সিবিআই। তারপরেও কেন তা দেওয়া হল না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একটি নম্বর বাদে অন্য মোবাইলের খরচ সরকার দিত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এই সংক্রান্ত কাগজপত্র জোগাড় করা হচ্ছে। এই বিষয়টিও প্রশাসনের কাছে নতুন করে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

এদিকে আজ বৃহস্পতিবার সারদা মামলায় রাজীব কুমার সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা আলিপুর এসিজেএমের কাছে।

আরও পড়ুন-রাজীব স্যরের Distance Education

 

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version