রাজীবের মত আইন জানা অফিসার জটে জড়াচ্ছেন কেন?

রাজীবকুমার তো আইন জানেন। তাহলে বারবার কোর্টের পর্যবেক্ষণ অমান্য করে এবং সিবিআইর ডাকে সাড়া না দিয়ে নিজেই আইনি জটে জড়াচ্ছেন কেন রাজীব? কাদের পরামর্শে চলছেন তিনি? যতদিন যাচ্ছে আরও বেশি করে অসহযোগিতা ও নিখোঁজ থাকার অভিযোগে জড়াচ্ছেন তিনি। এ নিয়ে জোর চর্চা চলছে।