মোদি সাক্ষাতে আপ্লুত হিউস্টনের কাশ্মীরি পণ্ডিতরা

আর মাত্র কয়েক ঘন্টা পরেই হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎ হবে। তার আগেই শনিবার কাশ্মীরি পণ্ডিতদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন মোদির সঙ্গে। তারা জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মোদিকে অশেষ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর হাতে হিউস্টনের বাসিন্দা কাশ্মীরি পণ্ডিতরা একটি স্মারকলিপি তুলে দেন। এই স্মারকলিপির মাধ্যমেই তাঁরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের বিষয়টিতে যেন সরকার নজর দেয়। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁদের অনুরোধ, উপত্যকার জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে কাশ্মীরি পণ্ডিতদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তার দিকটি যেন খতিয়ে দেখা হয়।তাঁদের উদ্দেশেই মোদি বলেন, “আমরা নতুন কাশ্মীর গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছি”।

প্রসঙ্গত, জঙ্গি উপদ্রবে 1989-90 সালে কাশ্মীরি পণ্ডিতদের নিজের বাসস্থান ছাড়তে হয়েছিল। সেই দু‌:সহ দিনগুলির কথা স্মরণ করেই মোদি তাঁদের উদ্দেশে বলেন, “আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু বিশ্ব এখন বদলে যাচ্ছে”।একই সঙ্গে তিনি তাঁদের বলেন, “আপনারা সম্মিলিতভাবে আবার সেখানে ফিরে যান। চলুন, আমরা সকলে মিলে নতুন একটা কাশ্মীর গড়ে তুলি”।কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে সাক্ষাতের কথা টুইটারে জানান মোদি স্বয়ং।

আরও পড়ুন-সারদার পরে রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে নোটিশ

 

Previous articleসারদার পরে রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে নোটিশ
Next articleপেঁয়াজ নিয়ে চোখের জলে নাকানিচোবানি মধ্যবিত্তের