ফের এনআরসি আতঙ্কের বলি। বসিরহাট 1 নম্বর ব্লকের সোলাদানা গ্রামে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম কামাল হোসেন মন্ডল (36)। পেশায় তিনি ইট ভাটার শ্রমিক।

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জমির নথিপত্র নিয়ে চিন্তায় ছিলেন তিনি। বেশ কয়েকবার বসিরহাটের বিডিও অফিসেও যান কামালবাবু। এমনকি 1 নম্বর ব্লকের সহ-সভাপতি প্রশান্ত ঘোষের কাছেও যান তিনি। কিন্তু সুরাহা হয়নি। ফলে হতাশায় ভুগছিলেন তিনি।

এরপর আজ রবিবার ভোরে বাড়ির পিছনে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

এই ঘটনার ঠিক 24 ঘন্টা আগে উত্তর 24 পরগনায় মাটিয়া এলাকার বাসিন্দা মন্টু মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পরিজনেরাও দাবি করেছিলেন এনআরসি আতঙ্কেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুন-রবিবাসরীয় সকালে রাজীবের খোঁজে সিবিআই
