Sunday, November 16, 2025

কিছু দাবি মানায় দিল্লিতে আপাতত স্থগিত কৃষক আন্দোলন

Date:

ফসলের ন্যায্য দাম-সহ একাধিক দাবিতে দিল্লি ঘেরাও করতে পথে নামলেন কৃষকরা।এরপরই কেন্দ্রীয় সরকার দ্রুত কৃষকদের 15 দফা দাবির মধ্যে অন্তত 5টি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়।কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাকি দাবিগুলির কথা বলবেন তাঁরা। তাতেও সমস্যার সমাধান না-হলে ভবিষ্যতে ফের দিল্লি ঘেরাও করা হবে।

প্রতিবাদ মিছিলটি উত্তরপ্রদেশের সহারনপুর থেকে শুরু হয়ে দিল্লিতে কৃষক নেতা চৌধুরি চরণ সিংহের স্মৃতিস্থল কিষাণ ঘাটে শেষ হবে। কৃষকদের মূল 15টি দাবির মধ্যে ছিল — কৃষিঋণ মকুব, আখ বিক্রির দাম অবিলম্বে মিটিয়ে দেওয়া, সেচের কাজে বিনামূল্যে বিদ্যুৎ, চাষিদের পেনশন, স্বামীনাথন কমিটির রিপোর্ট কার্যকর করা। সেই দাবি নিয়ে গত 11 সেপ্টেম্বর সহারনপুর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন কয়েক হাজার চাষি। গত কালই তাঁরা নয়ডায় পৌঁছে গিয়েছিলেন।রবিবার তাঁদের পদযাত্রা করে দিল্লিতে প্রবেশের কথা ছিল।

যদিও উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তের গাজিপুরেই আটকে দেওয়া হয় কৃষকদের। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। চলে জলকামান। লাঠিও চালাতে হয় পুলিশকে। শেষে কৃষকদের একটি প্রতিনিধি দল কৃষি মন্ত্রকের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে তাঁরা আন্দোলনকারীদের বেশ কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই আন্দোলন আংশিক ভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতীয় কিষাণ সঙ্ঘের সভাপতি পূরণ সিংহ জানিয়েছেন, ‘‘আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। ঠিক হয়েছে, আগামী 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাকি দাবি নিয়ে আলোচনা করবেন চাষিরা। সরকার সব দাবি মেনে না-নিলে ফের আন্দোলন শুরু হবে।’’

আরও পড়ুন-বোমাবাজিতে ফের উত্তপ্ত পাড়ুই

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version