Monday, August 25, 2025

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক (garments) থেকে ফল, প্যাকেটজাতক চিপস – বিপুল পরিমাণ দ্রব্য স্থলপথে বাংলাদেশ থেকে আমদানিতে (import) জারি হল নিষেধাজ্ঞা। এমনকি ভারতের পথে নেপাল, ভুটানে রফতানিতেও (export) নিষেধাজ্ঞা টানলো কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেলের তরফে শনিবার নির্দেশিকা জারি হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে বিভিন্ন সামগ্রীর আমদানি শুধুমাত্র কলকাতা সমুদ্র বন্দর (Kolkata Seaport) ও মহারাষ্ট্রের নব সেবা বন্দরের মাধ্যমেই হবে। অর্থাৎ অনেকাংশে বন্ধ হতে চলেছে বাংলা, অসম, ত্রিপুরা প্রভৃতি সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের স্থল বাণিজ্য।

বাণিজ্য পথের পাশাপাশি বিপুল পরিমাণ বাংলাদেশে উৎপাদিত সামগ্রীর ভারতে আমদানিতেও জারি হল একাধিক নির্দেশিকা। নির্দেশিকা অনুসারে, জলপথে বাণিজ্যে আমদানি করা যাবে না বাংলাদেশে তৈরি পোশাক (garments), ফল বা ফলের রসের দ্রব্য ইত্যাদি, প্যাকেটজাত চিপস থেকে স্ন্যাক্স, সুতি ও সুতির সামগ্রী, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের তৈরি আসবাব।

এক্ষেত্রে স্থল বাণিজ্যে ছাড় দেওয়া হয়েছে মাছ, এলপিজি (LPG), ভোজ্য তেল এবং পাথরের টুকরোকে। স্থল বাণিজ্যে (land port) নিষিদ্ধ হওয়া সব দ্রব্য এখন থেকে জলপথে আমদানি (import) করতে হবে বাংলাদেশ থেকে। এবং ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে রফতানি করা যাবে না বাংলাদেশের সামগ্রী, নির্দেশিকা বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টর জেনারেল অজয় ভাদুর।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version