ফণীর পর হিক্কা!

ফণীর পর হিক্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আরব সাগরের উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আজই তার প্রভাব মিলবে মূলত গুজরাতে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 60-80 কিলোমিটার হবে। হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশে পূবালি মৌসুমী বায়ু রয়েছে ফলে এই রাজ্যে ভারি বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় আবার পশ্চিমে সরে গেলে দাপট কমবে।

আরও পড়ুন-মার্কিন মুলুকে জননেতা গড়তে সেমিনার, উদ্যোগে বাঙালি মহিলারা

 

Previous articleবিক্ষোভের মুখে বাংলাদেশের সাংসদ
Next articleফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী, মৃতের পরিবারের পাশে তৃণমূল বিধায়ক