মোদিকে ‘ভারতের পিতা’ বলে সম্বোধন ট্রাম্পের

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে  শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মোদির প্রশংসা করে ট্রাম্প তাঁকে ‘ভারতের পিতা’ আখ্যা দেন। তিনি বলেন, তিনি (পড়ুন প্রধানমন্ত্রী মোদি) এক জন প্রকৃত ভদ্রলোক, বড় নেতা। আমি মনে করতে পারি, ভারত ছিল ছিন্নভিন্ন। চারিদিকে মতবিরোধ, মারামারি। উনি সবাইকে এক জায়গায় এনেছেন। বাবা যেমন সবাইকে এক জায়গায় জড়ো করে। হয়তো তিনি ‘ভারতের পিতা’। আমরা তাঁকে ‘ভারতের পিতা’ বলে ডাকব।

আমার ডান দিকে যিনি বসে আছেন তাঁকে সবাই ভালোবাসেন। মানুষ ওঁকে নিয়ে পাগল। এলভিস প্রিসলির আমেরিকান ভার্সন।”

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে তিনি বলেন, ‘‘আমরা শীঘ্রই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করব।’’ অন্য দিকে মোদি বলেন, ‘‘শীঘ্রই দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 6 হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে। হিউস্টনে বিদ্যুৎ ক্ষেত্রে একটি ভারতীয় সংস্থা বড় বিনিয়োগ করেছে। সেখানে 50 হাজার মানুষের কর্মসংস্থান হবে। এটা ভারতের পক্ষে বড় উদ্যোগ।’’

Previous articleরাজনৈতিক সার্কাস করতে আসিনি, ক্ষুব্ধ রাজ্যপাল
Next articleব্রেকফাস্ট নিউজ