কী হয়, কী হয় পরিস্থিতি হাইকোর্টে

কলকাতা হাই কোর্টের নতুন বিল্ডিংয়ে তিলধারণের জায়গা নেই। একদিকে আইনজীবীরা, অন্যদিকে মিডিয়া। সেইসঙ্গে মামলা নিয়ে উৎসুক মানুষজন। রাজীব কুমার মামলা শুনতে সকলেই হাজির হয়েছিলেন। কিন্তু সকলকেই 29 নম্বর কোর্ট রুম ছাড়তে হল বিচারপতির নির্দেশে। কোর্ট রুমের সামনে বেড়ে গিয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা। কিন্তু তাঁদেরকে ঘিরে আইনজীবী আর মিডিয়া। যদি এজলাস থেকে কেউ একজন বেরিয়ে সামান্যতম কিছু ক্লু দেন। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি শহিদুল মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত প্রায় মিনিট পাঁচেক অপেক্ষা করেন সকলে কোর্ট রুম থেকে বেরিয়ে যাওয়া অবধি। দরজা বন্ধ হতেই অনেকেরই প্রশ্ন, ইন ক্যামেরা শুনানি না হওয়া সত্ত্বেও কেন সকলকে বেরিয়ে যেতে বললেন বিচারপতি? শুনানি ৩.৩০ পেরিয়ে যাবে বলেই আইনজীবী মহলের ধারণা।

আরও পড়ুন-রুদ্ধদ্বার আদালতে শুরু রাজীব মামলার শুনানি

 

Previous articleরুদ্ধদ্বার আদালতে শুরু রাজীব মামলার শুনানি
Next articleশনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট