5 দিনের সিবিআই হেফাজতে এসএমএইচ মির্জা

এসএমএইচ মির্জাকে হেফাজতে নিল সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই, মির্জাকে ব্যাঙ্কশালে কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
নারদকাণ্ডে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁদের মধ্যে এসএমএইচ মির্জাই একমাত্র সরকারি আধিকারিক। তাঁকে মোট সাতবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। ক’দিন আগে ভয়েস স্যাম্পেল টেস্ট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার, ফের মির্জাকে নিজাম প্যালেসে ডাকা হয়। সিবিআই সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি তিনি। কোনও প্রশ্নেরই সদুত্তর না দেওয়ায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার পর তাঁকে রুটিন শারীরিক পরীক্ষা করেন সিবিআইয়ের প্যানেলের ডাক্তাররা।

অভিযুক্তদের মধ্যে কোনও এক অভিযুক্তের সঙ্গে মির্জাকে মুখামুখি বসিয়ে জেরা করা হবে বলে সূত্রের খবর।
2014 সালে লোকসভা ভোটের আগে স্টিং অপারেশন চালিয়েছিলেন নারদ নিউজের ম্যাথু স্যামুয়েল। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া একমাত্র পুলিশ আধিকারিক এসএমএইচ মির্জার বিরুদ্ধে স্টিং অপারেশন চালিয়েছিল নারদ নিউজ। 2016-র বিধানসভা নির্বাচনের আগে সেই ভিডিও প্রকাশ্যে আসে। গত প্রায় তিনবছর ধরে তদন্ত চলার পরে এই প্রথম গ্রেফতার হল নারদকাণ্ডে।

আরও পড়ুন-“জীবনের সবচেয়ে খুশির দিন”, মন্তব্য ম্যাথুর