জমি কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্তে হেফাজতে চাই রবার্ট বঢরাকে। দিল্লি হাইকোর্টে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ আছে রবার্ট বঢরার বিরুদ্ধে এবং তাতে একাধিক প্রভাবশালী ব্যক্তিও যুক্ত। অথচ তিনি তদন্তে সহযোগিতা করছেন না। বিদেশে অর্থ পাচারের বিরাট চেন সম্পর্কে সঠিক তথ্য পেতে ইডির তাঁকে হেফাজতে নেওয়া দরকার। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাই এবং প্রিয়াঙ্কা বঢরার স্বামী রবার্ট দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। আগাম জামিনের কড়া বিরোধিতা করে বিচারপতি চন্দ্রশেখরকে ইডি বলেছে, রবার্ট বঢরা আর্থিক দুর্নীতির টাকায় লন্ডনে বেনামে ফ্ল্যাট ও সম্পত্তি করেছেন। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। হরিয়ানা ও রাজস্থানে জমি কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত। হেফাজতে না নিলে তিনি প্রমাণ লোপাট করে বিদেশে পালাতে পারেন। ইডির এই দাবি উড়িয়ে রবার্টের আইনজীবী বলেন, তদন্তের প্রয়োজনে যতবার ডাকা হয়েছে তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন ও তদন্তে সাহায্য করেছেন। এমনকী বিদেশ থেকে ফিরেও ইডির তদন্তে যোগ দিয়েছেন। তবু রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তাই তাঁকে আগাম জামিন দেওয়া হোক।
আরও পড়ুন-রাজীব মামলার শুনানি গড়াল শুক্রবার, হাইকোর্টে সকাল ১০:৩০ শুনানি
