Monday, November 24, 2025

সরকারি হিসাবে ছুটি ২৫ সেপ্টেম্বর অবধি। অর্থাৎ আজ, বৃহস্পতিবার তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। রাজ্য পুলিশের ডিজি সিবিআইকে চিঠি দিয়ে তেমনটাই জানিয়েছিলেন। কিন্তু এডিজি (সিআইডি) রাজীব কুমার এদিনও কাজে যোগ দিলেন না। গোয়েন্দা প্রধানকে এদিনও ভবানী ভবনে দেখা যায়নি। যদিও রোজভ্যালি কাণ্ডে রাজীবকে তলবি নোটিশ পাঠানোর পরে জানা যায় তিনি ৩০ সেপ্টেম্বর অবধি ছুটিতে আছেন। এই বর্ধিত ছুটির চিঠি রাজীব নাকি সিবিআইকে মেইল মারফত পাঠিয়েছিলেন বলে খবর। বুধবার ফের রাজীবের অবস্থান জানতে চিঠি দেওয়া হলেও সিবিআইয়ের কাছে বৃহস্পতিবারও তার উত্তর আসেনি। সিবিআইয়ের প্রতিনিধিরা ভবানী ভবনে গিয়েও খোঁজ পাননি। ফলে রাজীবের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে কিনা তা জানতে রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে হাই কোর্টে আগাম জামিন মামলা চলছে। এই মামলার রায় রাজীবের পক্ষে গেলে সিবিআই সুপ্রিম কোর্টে যাবে। আর বিপক্ষে গেলে তল্লাশি চলবে জোর কদমে।

কিন্তু রাজীব কোথায়? তিনি বৃহত্তর কলকাতার মধ্যেই জায়গা পাল্টে রয়েছেন বলে কিছু সূত্র থেকে সিবিআইয়ের কাছে খবর মিলেছে। হাই কোর্টে বিচারপতি শহিদুল মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর বেঞ্চে মঙ্গলবার মামলা গ্রহণের সময় বিচারপতি মন্তব্য করেছিলেন, আপনারা (রাজীবের আইনজীবীরা) কেন দ্রুত শুনানি চাইছেন? তেমন হলে মক্কেলকে আত্মসমর্পন করতে বলুন। একটি সূত্রের খবর এই কথা শোনার পর রাজীব ও তাঁর ঘনিষ্ঠদের একাংশ আত্মসমর্পণের কথা ভাবতেও শুরু করেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠ মহলের আর একাংশ এখনই তাঁর ধরা দেওয়ার প্রশ্নে সায় দেয়নি।

আরও পড়ুন-নারদকাণ্ডে গ্রেফতার এসএমএইচ মির্জা

Related articles

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে...

সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর 

দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে কাজ করার শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Oath Taking ceremony of Surya Kant)।...

ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

আমি চলে যাব। তার পরেও আমার সহকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘রক এন্ড রোল’ করবে। এই দৃশ্যটাই আমাকে ভাবালো।...

মাতৃদুগ্ধে ইউরেনিয়াম! বিহারের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

বিহারে (Bihar) মাতৃদুগ্ধে ইউরেনিয়ামের (Uranium found in Breast milk) তথ্য চাঞ্চল্যকর। উদ্বেগজনক। মায়ের বুকের দুধ-নির্ভর শিশুর স্বাস্থ্যের ওপর...
Exit mobile version