রাজীব কুমার মামলা গড়াল তৃতীয় দিনে। আগামিকাল, শুক্রবার সকাল সাড়ে দশটায় ফের তাঁর আগামী জামিনের শুনানি চলবে। বুধবার এবং বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত রাজীব কুমারের আইনজীবীরা সওয়াল করেন। দুপুরের পর থেকে সিবিআই সওয়াল করা শুরু করে। প্রায় আড়াই ঘন্টা সওয়াল করার পর সাড়ে চারটে নাগাদ শুনানি মুলতবি রেখে শুক্রবার সকালের জন্য ফের সময় দেওয়া হয়। ফলে তৃতীয় দিনে গড়াল রাজীব কুমারের আগাম জামিনের শুনানি। একদিকে ছুটি শেষ হওয়া নিয়ে ধন্ধ, সব মিলিয়ে রাজীব কুমারের ভবিষ্যৎ চরম জটিলতার মধ্যে।

আরও পড়ুন-৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসএমএইচ মির্জা-র সিবিআই হেফাজতের নির্দেশ
