হেভিওয়েট তারকাদের ভিড় ছিলই। গায়ক থেকে নায়ক বাদ ছিলেন না কেউই। এবার পদ্মশিবিরে যোগ দিলেন অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগির। আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে পারেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। বিজেপি সূত্র খবর, ২০১২-তে অলিম্পিক্সের কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্তের গত লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিট পাওয়া নিয়ে জল্পনা ছিল। কিন্তু এবার তিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে চলেছেন বলে খবর।
হরিয়ানার বাসিন্দা যোগেশ্বর দত্ত বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুভাষ বরালার সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই তিনি হরিয়ানা পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন। হরিয়ানার সোনিপথ লোকসভা কেন্দ্রের যেকোনও একটি বিধানসভা এলাকা থেকে যোগেশ্বরকে বিধানসভার টিকিট দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তাঁর আগে এই হেভিওয়েট যোগ কতটা কাজে লাগে সেটাই দেখার।

আরও পড়ুন-এলেন সিবিআই এসপি, রাজীব মামলা নিয়ে কোর্ট সরগরম
