হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু রোগীর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। মৃত্যু হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এক রোগীর। শুক্রবার ভোরে সিসিইউতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। সেইসময় ওই বিভাগে ১০ জন রোগী ভর্তি ছিলেন। রোগীদের দ্রুত স্থানীয় নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউ পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সিসিইউ-তে আগুন লাগে। ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা গিয়ে রোগীদের উদ্ধার করেন। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের খবর। তাড়াহুড়ো করে সরাতে গিয়েই দমবন্ধ হয়ে মৃত্যু বলে অভিযোগ। যদিও এই কথা স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্বেও কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গৌতম দেব।

আরও পড়ুন – রাজীব মামলার শুনানি শেষ, ফের শুনানি সোমবার

Previous articleমার্কিন ঘরোয়া রাজনীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই, বললেন জয়শঙ্কর
Next articleরাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি মুলতুবি, ফের সোমবার শুনবেন বিচারপতি